21 July: 'বেটি বাঁচাও স্লোগান কোথায়, আজ বেটি জ্বলছে', মণিপুরের ঘটনায় কেন্দ্রকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর
মণিপুর ইস্যুতে এবার ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বেটি বাঁচাও স্লোগান দেয়, এবার কী হল সেই স্লোগানের। মণিপুর জ্বলছে। মণিপুরের পাশে আমরা রয়েছি। তবে শুধু মণিপুর নয়, বর্তমানে গোটা দেশ জ্বলছে বলে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বিলকিস বানো মামলায় অভিযুক্ত জামিনে মুক্তি, ব্রিজ বূষণ সিংও জামিন পেয়েছেন। গোটা দেশ জুড়ে মহিলাদের এমন অবস্থা হলে, আগামী নির্বাচনে এই মহিলারাই আপনাদের ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলবে বলে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)