Tech Mahindra's Next CEO: 'জয়নিং বোনাস' ৭ কোটি, টেক মাহিন্দ্রার নয়া সিইও-র বেতন কত জানেন
টেক মাহিন্দ্রার নয়া সিইও হচ্ছেন মোহিত যোশী। ৪৬.৮ কোটি-তে টেক মাহিন্দ্রার নয়া সিইও পদে যোগ দিচ্ছেন মোহিত যোশী। শুধু তাই নয়, টেক মাহিন্দ্রায় যোগ দেওয়ার সময় মোহিত যোশী জয়েনিং বোনাস হিসেবে পাচ্ছেন ৭ কোটি। ফলে দেশের অন্যতম বেশি বেতনের সিইও হিসেবেই টেক মাহিন্দ্রায় যোগ দিচ্ছেন মোহিত যোশী। প্রসঙ্গত ২০১৩ সালে টেক মাহিন্দ্রায় সিইও হিসেবে যোগ দেন সিপি গুরনানি। ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত সিইও পদে আসীন সিপি গুরনানি। এবার গুরনানি অবসর নেওয়ায়, তাঁর জায়গায় আসছেন মোহিত যোশী।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)