SSLV-D1 Mission Update: ২টি স্যাটেলাইটকেই অস্থির কক্ষপথে স্থাপন করেছে স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকল, জানাল ইসরো

একটি আর্থ অবজারভেশন (Earth Observation Satellite) ও আজাদিস্যাট (AzaadiSAT) স্যাটেলাইট নিয়ে মহাকাশে রওনা দেওয়া ভারতের স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (Small Satellite Launch Vehicle) সমস্ত পর্যায় স্বাভাবিক হয়েছে। দুশ্চিন্তার অবসান ঘটিয়ে জানাল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (ISRO)। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে রকেটটি আজ সকালে উৎক্ষেপণ করা হয়। প্রথম ধাপে সব ঠিকঠাক চললেও একেবারে চূড়ান্ত ধাপে কিছু তথ্য (Data) পাওয়া না যাওয়ার কথা জানানো হয়। অতঃপর চিন্তার ভাঁজ দেখা যায় ইসরো-র বিজ্ঞানীদের মধ্যে। বেশ কয়েক ঘণ্টা পরে ইসরো জানাল যে তাদের তৈরি সবচেয়ে ছোট বাণিজ্যিক রকেট দুটি স্যাটেলাইটকেই স্থাপন করেছে। তবে অর্জিত কক্ষপথটি প্রত্যাশার চেয়ে কম হয়েছে। এই কক্ষপথটি অস্থির।

টুইট: