Oppo Find N2 : গ্লোবালি লঞ্চ হল ওপ্পোর এই ফোন, দেখে নিন বৈশিষ্ট্য

মোটোরোলা এবং স্যামসংয়ের গ্যালাক্সির ফোল্ডিং মডেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে এই ফোন।

Photo Credit Twiter

ফ্লিপ স্মার্টফোন বাজারে আনল ওপ্পো। ওপ্পো ফাইন্ড N2 (Oppo Find N2) নামের এই স্মার্টফোনটি গ্লোবালি লঞ্চ করা হয়েছে।ফোল্ডিং স্টাইলের এই স্মাটফোন ব্রিটেনে ৮৪৯ পাউন্ডে এবং ইউরোপে পাওয়া যাবে ১০৯৯ ইউরোতে।

একনজরে দেখে নেওয়া যাক এর বেশ কিছু বৈশিষ্ট্য

এতে রয়েছে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে।তবে এতে যেহেতু কভার স্ত্রীনও রয়েছে তাই সেটিও প্রায় ৩.২৩ ইঞ্চির মতন সাইজ। ৪ এনএম ডাইমেনসিটি ৯০০০+ চিপের সঙ্গে এতে থাকছে ১৬ জিবির RAM এবং ৫১২ জিবির স্টোরেজ।অ্যান্ড্রয়েডের ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে চলবে এই ফোন। ক্যামেরার ক্ষেত্রে এতে রয়েছে ৫০ ও ৮ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা।সামনে সেলফির ক্ষেত্রে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা।সঙ্গে থাকছে ৪৩০০ এমএইচের ব্যাটারি।

এই ফোনের প্রধান প্রতিদ্ধন্দ্বী হিসেবে রয়েছে স্যামসংয়ের গ্যালাক্সি Z ফ্লিপ ৪ (Samsung Galaxy ZFlip 4), মোটোরোলার মোটো রেজার ২০২২(Moto Razr 2022) এবং হাওয়াইয়ের P৫০ পকেট (Huawei's P50 Pocket)।