Elon Musk Buys Twitter: ‘ইলনকেই একমাত্র ভরসা করি’, টুইটার প্রসঙ্গে বললেন জ্যাক ডোরসে
মঙ্গলবার টুইটার কিনে নিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক (Elon Musk Buys Twitter) । সোমবার এনিয়ে মুখ খুলেই টুইটারের প্রাক্তন সিইও তথা স্কয়্যারের বর্তমান সিইও জ্যাক ডোরসে বলেন, “আমি একমাত্র ইলনকেই ভরসা করি।
মঙ্গলবার টুইটার কিনে নিয়েছেন স্পেসএক্সের মালিক ইলন মাস্ক (Elon Musk Buys Twitter)। সোমবার এনিয়ে মুখ খুলেই টুইটারের প্রাক্তন সিইও তথা স্কয়্যারের বর্তমান সিইও জ্যাক ডোরসে বলেন, “আমি একমাত্র ইলনকেই ভরসা করি। ওঁর একটা লক্ষ্য আছে, যেদিকে আলো ফেলে এগিয়ে ইলনের অন্যতম উদ্দেশ্য। সর্বাধিক বিশ্বস্ত ও ব্যাপকভাবে অন্তর্ভুক্ত একটি প্ল্যাটফর্ম তৈরি করাই, ইলনের লক্ষ্য। পরাগা’র লক্ষ্যও তাই। সেজন্য এই সংস্থাকে বেছে নিয়েছিলাম। সংস্থাকে এক কঠিন পরিস্থিতি থেকে বের করে আনার জন্য উভয়কেই ধন্যবাদ। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে, এটাই সঠিক রাস্তা।”
তিনি আরও বলেন, “অন্যদিকে নীতিগত ভাবে আমি বিশ্বাস করি যে, টুইটার কখনও কারও মালিকানাধীন সম্পত্তি হতে পারে না। টুইটার জনগণের, জনকল্যাণে ব্যবহারের জন্য।”
পড়ুন টুইট