ISRO: বছরের প্রথম দিনেই ইসরোর বাজিমাত, ব্ল্যাক হোলের রহস্যভেদে পাড়ি দিল এক্সপোস্যাট
দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (X-ray Polarimeter Satellite) উৎক্ষেপণ করলো ইসরো।
অন্ধ্রপ্রদেশ: বছরের প্রথম দিনেই ভারতের মহাকাশ গবেষণায় মাইলফলক। দেশের প্রথম এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট (X-ray Polarimeter Satellite) উৎক্ষেপণ করলো ইসরো ( Indian Space Research Organisation - Isro)। সংক্ষেপে এর নাম এক্সপোস্যাট (XPoSat)। আজ সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা (Sriharikota)-র সতীশ ধাওয়ান স্পেশ রিসার্চ সেন্টার থেকে মহাকাশে পাড়ি দিল 'এক্সপোস্যাট'। এটি মহাকাশের দূরের বস্তু নিয়ে কাজ করবে। ব্ল্যাক হোলের (Black Holes) পর্যবেক্ষণও করবে এক্সপোস্যাট। এর মাধ্যমে কোথায় কোথায় কৃষ্ণগহ্বর রয়েছে, তার সন্ধানও মিলতে পারে। এছাড়াও মহাকাশের ৫০টি উজ্জ্বলতম শক্তির উৎসকে পর্যবেক্ষণ করবে এক্সপোস্যাট।
উল্লেখ্য, এই ধরনের কৃত্রিম উপগ্রহ এর আগে এক বারই ২০২১ সালে উৎক্ষেপণ করেছে নাসা। আমেরিকার পর ভারত দ্বিতীয় দেশ এই স্যাটেলাইটের উৎক্ষেপণ করছে।
দেখুন
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)