Wipro: অপর্ণা সি আইয়ারকে প্রধান আর্থিক অফিসার হিসেবে নিযুক্ত করল উইপ্রো
ভারতীয় তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা উইপ্রো লিমিটেড বৃহস্পতিবার তাদের সংস্থার নতুন প্রধান আর্থিক অফিসার হিসেবে অপর্ণা সি আইয়ারকে নিযুক্ত করল।
ভারতীয় তথ্যপ্রযুক্তি পরিষেবা প্রদানকারী সংস্থা (Indian IT services provider) উইপ্রো লিমিটেড (Wipro Ltd) বৃহস্পতিবার তাদের সংস্থার নতুন প্রধান আর্থিক অফিসার (chief financial officer) হিসেবে অপর্ণা সি আইয়ারকে (Aparna C Iyer) নিযুক্ত করল। তিনি থিয়েরি ডেলাপোর্টের (Thierry Delaporte) সিইওকে (CEO) রিপোর্ট করবেন ও উইপ্রো এগজিকিউটিভ বোর্ডে (Wipro Executive Board) যোগ দেবেন।
অপর্ণা সি আইয়ার যতীন দালালের (Jatin Dalal) জায়গায় উইপ্রোর নতুন আর্থিক অফিসার (CFO) হিসেবে যোগ দেবেন। যতীন দালাল দু দশকের বেশি সময় ধরে আইটি জায়ান্ট উইপ্রোর সিএফও হিসেবে কর্মরত থাকার পর সম্প্রতি অন্যও কাজে যোগ দেওয়ার জন্য সিএফও-র পদ থেকে পদত্যাগ করেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)