Google Play Store Down: গুগল প্লে স্টোরে সমস্যা, ডাউনলোড-আপডেট করা যাচ্ছে না অ্যাপ!

দুনিয়া জুড়ে সমস্যা করছে গুগল প্লে স্টোর। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর খুললে কালো স্ক্রিন দেখাচ্ছে, আসছে না কিছুই।

Google Play Store (Photo Credit mundoejecutivo.com)

দুনিয়া জুড়ে সমস্যা করছে গুগল প্লে স্টোর। অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে স্টোর খুললে কালো স্ক্রিন দেখাচ্ছে, আসছে না কিছুই। বেশ কিছু জায়গায় গুগল প্লে স্টোর পুরোপুরি ডাউন হয়ে গিয়েছে। বেশ কয়েকজন ইউজার সোশ্য়াল মিডিয়ায় অভিযোগ করলেন, গুগল প্লে স্টোর না খোলায় তারা অ্যাপ আপডেট করতে পারছেন না। তবে পরের দিকে অনেকেই জানান, প্রাথমিক সমস্যার পর এবার তাদের গুগল প্লে স্টোর খুলছে।

দেখুন টুইট