Accenture Layoffs: কমপক্ষে ১৯ হাজার কর্মীকে ছাঁটাই করবে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা অ্যাকেঞ্চার, বড় প্রভাব পড়বে ভারতেও

বিশ্বজুড়ে থাকা খারাপ অর্থনৈতিক অবস্থা ও লাভের পরিমাণ কম হওয়ার জেরে কর্মী ছাঁটাই পথে হাঁটছে এবার বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা অ্যাকেঞ্চার।

Photo Credits: Wikimedia Commons

বিশ্বজুড়ে থাকা খারাপ অর্থনৈতিক অবস্থা (Global macro-economic conditions) ও লাভের পরিমাণ (slow revenue growth) কম হওয়ার জেরে কর্মী ছাঁটাই (lay off)-এর পথে হাঁটছে এবার বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি পরিষেবা সংস্থা (Global IT services firm) অ্যাকেঞ্চার (Accenture)। ভারতের (India) বাজারে প্রচুর প্রভাব থাকা ওই সংস্থাটি খুব তাড়াতাড়ি ১৯ হাজারের কাছাকাছি কর্মীকে ছাঁটাই করবে বলে ঘোষণা করেছে। কোম্পানির এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়বে ভারতের কর্মসংস্থানের বাজারেও। এর ফলে অনেক ভারতীয় চাকরি খোয়াবেন বলেও আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: Logitech: ৩০০ জনকে ছাঁটাই করল সুইস সংস্থা লজিটেক