Elon Musk On Twitter: ট্য়ুইটারের সিইও-র পদ থেকে সরছেন এলন মাস্ক, দিলেন বিস্ফোরক খবর

Twitter CEO Elon Musk (Photo Credit: File Photo)

ট্য়ুইটারের সিইও-র পদ থেকে সরছেন এলন মাস্ক (Elon Musk)। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ট্যুইটার (Twitter) প্রধানের পদ থেকে মাস্ক সরে যাচ্ছেন। তাঁর জায়গায় আসছেন নতুন কেউ। এলন মাস্ক নিজে এই ঘোষণা করেছেন। আগামী ৬ সপ্তাহের মধ্যে ট্য়ুইটারের নয়া সিইওর পদে নতুন কেউ আসছেন বলে এলন মাস্ক জানান। ট্যুইটারের সিইও-র পদে যে-ই আসুন না কেন, তিনি মহিলা বলেইমনে করা হচ্ছে। তেমনই ইঙ্গিত দিয়েছেন মাস্ক। প্রসঙ্গত ট্যুইটারের ক্ষমতা হাতে নেওয়ার পর থেকে মাইক্রো ব্লগিং সাইটে গণছাঁটাই শুরু হয়। গোটা বিশ্ব  জুড়ে ট্যুইটারের একের পর এক কর্মী ছাঁটাই হতে শুরু করেন। যা নিয়ে মাস্কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেন কর্মীরা।