Blue Verified Twitter: ব্লু টিকের সুবিধা নিতে ভুয়ো একাউন্টের ছড়াছড়ি, আপাতত স্থগিত ব্লু টিক জানালেন ইলন মাস্ক

পরিষেবা চালু হতেই প্রচুর ভুয়ো অ্যাকাউন্টে ব্লু টিক নেওয়ার হিড়িক লেগে যায়। টাকা দিয়ে বিভিন্ন নামী সংস্থা, ব্যক্তিত্বদের নামে সাবক্রিপশন দিয়ে একাধিক ভুয়ো ব্লু টিক অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার ঘটনাও সামনে আসে

Elon Musk, Twitter (Photo Credit: File Photo)

সম্প্রতি টুইটার অ্যাকাউন্ট অথেনটিকেশন বা ব্লুটিক পাওয়ার জন্য মাসিক সাবস্প্রিবশন নিয়ম চালু করেছিল টুইটার। মাস্ক টুইট করে জানিয়েছিলেন, ব্লু টিকের যে পদ্ধতি মানা হচ্ছে তা ঠিক, বরং সবার হাতে আরও ক্ষমতা দেওয়া দরকার। তাই প্রতি মাসে ব্লু টিক বাবদ দিতে হবে আট ডলার। যা ভারতীয় মুদ্রা অনুযায়ী, প্রতি মাসে ৬৬২ টাকা। মাস্ক এও জানিয়েছেন, জায়গা বিশেষে টাকার পরিমাণ বদল হবে।কিন্তু ওই অপশনই আপাতত উধাও হয়েছে টুইটার থেকে। কিন্তু ওই পরিষেবা চালু হতেই প্রচুর ভুয়ো অ্যাকাউন্টে ব্লু টিক নেওয়ার হিড়িক লেগে যায়। টাকা দিয়ে বিভিন্ন নামী সংস্থা, ব্যক্তিত্বদের নামে সাবক্রিপশন দিয়ে একাধিক ভুয়ো ব্লু টিক অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার ঘটনাও সামনে আসে। এরপরই আপাতত স্থগিত থাকবে এই ভেরিফিকেশন বলে জানালেন ইলন মাস্ক।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now