BlackFly Electric Aircraft: গাড়ি, স্কুটারের পর এবার আকাশে উড়ছে ইলেকট্রিক বিমান, কিনতে পারেন আপনিও

আর শুধু ইলেকট্রিক সাইকেল, স্কুটার, বাইক, কিংবা গাড়ির পর এবার আকাশেও E-র দাপট। ইলেকট্রিক স্কুটারের পর এবার এসে গেল ইলেকট্রিক বিমান।

BlackFly Electric Aircraft. (Photo Credits:X)

BlackFly Electric Aircraft: আর শুধু ইলেকট্রিক সাইকেল, স্কুটার, বাইক, কিংবা গাড়ির পর এবার আকাশেও E-র দাপট। ইলেকট্রিক স্কুটারের পর এবার এসে গেল ইলেকট্রিক বিমান। ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা পোলো ও র‌্যাকেট ক্লাবে এক অনন্য দৃশ্যে দেখা গেল এক আসনের ইলেকট্রিক বিমান উড়তে। পালো অল্টো-ভিত্তিক সংস্থা 'পিভটাল' তাদের এক আসনের, পুরোপুরি বৈদ্যুতিক উড়োজাহাজ ব্ল্যাকফ্লাই-এর সরাসরি প্রদর্শনী করল।

আটটি ছোট প্রপেলারের সাহায্যে চলা এই ইলেকট্রিক বিমানটি সম্পূর্ণ তৈরি করতে লেগেছে প্রায় ১৫ বছর। সংস্থার দাবি, ব্ল্যাকফ্লাই ব্যবহার করা যাবে বিনোদনের জন্য কিংবা এমন দুর্গম স্থানে পৌঁছতে, যেখানে সাধারণ যান পৌঁছতে হিমশিম খায়। প্রদর্শনীতে থাকা মডেলটির ওজন ছিল ৩৪৮ পাউন্ড (প্রায় ১৫৮ কেজি)। এর বাড়তি সুরক্ষা ব্যবস্থা—যেমন ব্যালিস্টিক প্যারাশুট—যোগ করার কারণে ওজনটা বেড়েছে। পিভটাল ইতিমধ্যেই ক্যালিফোর্নিয়ার দমকল এবং মার্কিন প্রতিরক্ষা দফতরের সঙ্গে আলোচনা শুরু করেছে। লক্ষ্য—জরুরি পরিস্থিতি ও চিকিৎসা সহায়তার কাজে ব্ল্যাকফ্লাই ভাড়ায় দিতে।

দেখুন ইলেকট্রিক বিমানটিকে

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement