Novak Djokovic: ভিসা খারিজের মামলায় জয়, অস্ট্রেলিয়ান ওপেনে খেলবেন নোভাক জকোভিচ

আদালতে বড় জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। করোনা টিকা না নেওয়ায় জকোভিচের ভিসা বাতিল করে তাঁকে আটক করেছিল অস্ট্রেলিয়ার সরকার।

Novak Djokovic (Photo Credits: Twitter@AustralianOpen)

আদালতে বড় জয় পেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ (Novak Djokovic) । করোনা টিকা না নেওয়ায় জকোভিচের ভিসা বাতিল করে তাঁকে আটক করেছিল অস্ট্রেলিয়ার সরকার। কিন্তু দীর্ঘ শুনানি শেষে আদালত জানাল, নোভক জকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত খারিজ করা হল। পাশাপাশি জকোভিচকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফলে আগামী সপ্তাহ থেকে অস্ট্রেলিয়ান ওপেন (Australianb Open  2022) খেলতে বাধা থাকল না এখানে গত তিনবারের চ্যাম্পিয়ন জকোভিচের। তবে অস্ট্রেলিয়া সরকার ফের আদালতে গিয়ে জকোভিচের ভিসা বাতিল করার আবেদন জানাতে পারে বলে শোনা যাচ্ছে। আরও পড়ুন: সাফল্যের স্বর্গ থেকে রুক্ষ বাস্তবে পড়ে ৫২১-র জবাবে বাংলাদেশ অল আউট ১২৬-এ

দেখুন টুইট