T20 World Cup 2021: টি২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়ে মিথ ভাঙা জয় পাকিস্তানের
বিশ্বকাপে ভারতকে কখনই হারাতে পারে না পাকিস্তান। এই মিথটা ভেঙে গেল, অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপে। দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার ১২-র ম্যাচে ভারতকে ১০ উইকেট হারাল পাকিস্তান। সব বিভাগেই কোহলিদের উড়িয়ে দিলেন বাবর আজমরা।
বিশ্বকাপে ভারতকে কখনই হারাতে পারে না পাকিস্তান (Pakistan Cricket Team)। এই মিথটা ভেঙে গেল, অন্তত টি টোয়েন্টি বিশ্বকাপে। দুবাইয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2021) সুপার ১২-র ম্যাচে ভারতকে ১০ উইকেট হারাল পাকিস্তান। সব বিভাগেই কোহলিদের উড়িয়ে দিলেন বাবর আজমরা। প্রথমে ব্যাট করে ভারত ১৫১ রান তোলে। জবাবে অনায়াসে ১৩ বল বাকি থাকতেই করে ফেলল পাকিস্তান, তাও আবার কোনও উইকেট না হারিয়ে। কাজে এল না বিরাট কোহলির অর্ধশতরানের দুরন্ত ইনিংস। সীমিত ওভারের দুই ফর্ম্যাটের বিশ্বকাপ মিলিয়ে ১৩তম সাক্ষাতে অবশেষে জিতল পাকিস্তান।
পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ৫২ বলে ৬৮ রানে অপরাজিত থাকলেন। অপর ওপেনার মহম্মদ রিজওয়ান ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত থাকলেন। প্রথম ম্যাচে হারায়, সেমিফাইনালে ওঠার প্রশ্নে বিরাট কোহলিদের কাছে গ্রুপের শেষ চারটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল।ভারতের পরবর্তী ম্যাচ আগামী রবিবার, নিউ জিল্যান্ডের বিরুদ্ধে। আরও পড়ুন: Super Sunday: ভারত-পাকিস্তান টি২০ বিশ্বকাপ ম্যাচ থেকে ম্যান ইউ-লিভারপুল ডুয়েল, আজ রবিবারটা ক্রীড়াপ্রেমীদের জন্য তোলা
দেখুন টুইট