Shikhar Dhawan Emotional Message For Son: দীর্ঘদিন দেখা নেই, জন্মদিনে ছেলেকে আবেগঘন বার্তা শিখর ধাওয়ানের
ছেলেকে জন্মদিনের শুভেচ্ছায় কি বললেন ধাওয়ান।
আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের তিক্ততার জেরে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ভারতের তারকা ক্রিকেটার শিখর ধাওয়ানের। ডিভোর্সের আইনি প্রক্রিয়ায় দুই পক্ষের মধ্যে তীব্র তিক্ততা তৈরি হয়। এরপর সোশ্যাল মিডিয়ার সব প্লাটফর্ম থেকে ধাওয়ান কে ব্লক করে দেন আয়েশা। এর ফলে ছেলের সঙ্গে কথা বলার উপায় নেই ভারতের তারকা ওপেনারের। এরই মাঝে শিখরের ছেলের জন্মদিন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ধাওয়ান।
সোশ্যাল মিডিয়া বার্তায় ছেলেকে উদ্দেশ্য করে ভারতের তারকা ক্রিকেটার লিখলেন, পাপা তোমায় সব সময় মিস করে। কিন্তু তোমাকে যোগাযোগ করার কোন উপায় নেই। সব জায়গাতেই আমায় ব্লক করে দেয়া হয়েছে। তোমায় দীর্ঘদিন দেখিনি কিন্তু তোমার কথায় সব সময় মনে পড়ে। দুষ্টুমি করো কিন্তু ধ্বংসাত্মক হয়ে যেও না। ধৈর্যশীল হও শক্তিশালী হও সবাইকে ভালোবেসো।
দেখুন পোস্টটি
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)