Sania Mirza: জীবনের 'শেষ টুর্নামেন্টের' আগে চোট পেয়ে ছিটকে গেলেন সানিয়া, করলেন বড় ঘোষণা
আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। এই ইউএস ওপেনে খেলেই পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার কথা ছিল ৩৫ বছরের সানিয়ার।
আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলা ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Sania Mirza)। এই ইউএস ওপেনে খেলেই পেশাদার টেনিস থেকে অবসর নেওয়ার কথা ছিল ৩৫ বছরের সানিয়ার। কিন্তু কনুইয়ে চোটের কারণে ছিটকে যাওয়ায় ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল জানালেন, তিনি অবসর পরিকল্পনা পরিবর্তন করছেন।
চোট সারিয়ে আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেন হতে পারে সানিয়ার শেষ টুর্নামন্টে। তবে সব কিছুই নির্ভর করছে তার চোট সারার ওপর। আরও পড়ুন-রোনাল্ডোকে ছাড়াই লিভারপুলকে হারিয়ে চমক ম্যানচেস্টার ইউনাইটেডের
দেখুন টুইট