Sachin Tendulkar: বিসিসিআইয়ের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন সচিন তেন্ডুলকর, রিপোর্ট নিয়ে জল্পনা তুঙ্গে
বিসিসিআইয়ের (BCCI) পরবর্তী প্রেসিডেন্ট হতে পারেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। রজার বিনির বয়স ৭০ হয়েছে। ফলে তিনি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদ থেকে সরে গিয়েছেন। রজার বিনির পরিবর্তে এবার সচিন তেন্ডুলকর বোর্ডের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন। রজার বিনির পরে এবার সচিন তেন্ডুলকরকে বোর্ডের নয়া প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হতে পারে বলে খবর।
এই মুহূর্তে রাজীব শুল্ক অ্যাকটিং প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি হিসেবে কাজ করছেন। ভাইস প্রেসিডেন্টই প্রেসিডেন্ট হিসেবে বিসিসিআইয়ের কার্যভার সামলাচ্ছেন। আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের পরবর্তী বৈঠক মুম্বইতে হবে। আর সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে খবর। ওই জেনারেল বডির বৈঠকেই সচিন তেন্ডুলকরের নাম বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে যে সিদ্ধান্তই হোক না কেন, তা ২৮ সেপ্টেম্বরের পরই গ্রহণ করা হবে বলে সূত্রের তরফে মিলছে খবর।
এবার সচিন তেন্ডুলকর হতে পারেন বিসিসিআইয়ের প্রেসিডেন্ট...
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)