Team India: করোনা আক্রান্ত রোহিত খেলছেন না, এজবাস্টন টেস্টে নেতৃত্বে বুমরা
আগামী পয়লা জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টেন টেস্টে খেলতে পারছেন না রোহিত শর্মা।
আগামী পয়লা জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টেন টেস্টে খেলতে পারছেন না রোহিত শর্মা (Rohit Sharma)। সূত্রের খবর এমনই। রবিবার করোনা ধরা পড়ে ভারত অধিনায়ক রোহিতের। হোটেলেই নিভৃতবাসে আছেন রোহিত। একটা আশা ছিল রোহিত এর মধ্যে সেরে উঠবেন। কিন্তু শুক্রবার থেকে শুরু হতে চলা এজবাস্টেন টেস্টের আগে রোহিতের করোনা থেকে সেরে ওঠা সম্ভব নেই বলেই খবর। ফলে রোহিতের অনুপস্থিতিতে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিতে চলেছেন জশপ্রীত বুমরা।
বুমরা সহ অধিনায়ক হিসেবেই ইংল্যান্ডে উড়ে গিয়েছেন। রোহিতের করোনা ধরা পড়ার পর মায়াঙ্ক আগরওয়ালকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে। যদিও রোহিত না খেললে স্টোকসদের বিরুদ্ধে ওপেন করতে পারেন শুবমন মিল-শ্রীকর ভরত। আরও পড়ুন: গলে প্রথম দিনেই দাপট অজি স্পিনারদের, লিঁয়র পাঁচে শ্রীলঙ্কা অল আউট ২১২ রানে
দেখুন টুইট
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)