Rahul Dravid Son Samit Dravid: রাহুল দ্রাবিড়ের সেই ট্রেডমার্ক কাট শট এবার ছেলে সমিতের ব্যাটে, দেখুন ভিডিয়ো

সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের মত অত প্রচারে না থাকলেও, ঘরোায়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে সমিত দ্রাবিড় কিন্তু নিজের মত করে ঠিক উঠে আসছেন।

Samit Dravid Batting PerformancePhoto Credit: Twitter@64MohsinKamal

পুরো বাপ কা বেটা। রাহুল দ্রাবিড়ের ছেলে কর্ণাটকের ক্রিকেটার সমিতের কথা এখন অনেকেই জানেন। সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের মত অত প্রচারে না থাকলেও, ঘরোায়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করে সমিত দ্রাবিড় কিন্তু নিজের মত করে ঠিক উঠে আসছেন। কর্ণাটকের জুনিয়র দলের হয়ে নজর কাড়া পারফরম্যান্সের পর এবার সিনিয়র দলেও সুযোগ পেয়েছেন দ্রাবিড় পুত্র।

মঙ্গলবার ল্যাঙ্কাশায়র-এর বিরুদ্ধে প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে কর্ণাটকের হয়ে খেলতে নেমে এমন একটা শট খেললেন সমিত দ্রাবিড়, যা দেখে অনেকেই বললেন, অবিকল বাবা রাহুলের মত ব্যাটিং করছেন। রাহুল দ্রাবিড়ের ট্রেডমার্ক কাট শট উঠে এল সমিতের ব্যাটে। ল্যাঙ্কাশায়রের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৫ রান করলেন সমিত।

দেখুন সমিত দ্রাবিড়ের কাট শট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)