PSG: চাকরি গেল পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার। দুনিয়ার সেরা তিন স্ট্রাইকার, খাতায় কলমে মহাশক্তিশালী দলে নিয়েও ব্যর্থ হওয়া কোচ ক্রিস্টোফে গালতিয়েরকে তাড়িয়ে দিল পিএসজি।

Kylian Mbappe with PSG president Nasser Al-Khelaifi Photo Credit: Twitter@FabrizioRomano

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, নেইমার। দুনিয়ার সেরা তিন স্ট্রাইকার, খাতায় কলমে মহাশক্তিশালী দলে নিয়েও ব্যর্থ হওয়া কোচ ক্রিস্টোফে গালতিয়ের (Christophe Galtier)-কে তাড়িয়ে দিল পিএসজি (PSG)। চলতি মরসুমে কোনওরকমে ফরাসি লিগায় চ্যাম্পিয়ন হলেও, চ্যাম্পিয়ন্স লিগে মুখ থুবড়ে পড়ে পিএসজি-র। আর তাই গালতিয়েরকে বহিষ্কার করল প্যারিসের ধনকুবের ক্লাব। গত মরসুমে আর্জেন্টিনার মৌরিসিয়ো পচেত্তিনোর ব্যর্থতার পর ফ্রান্সের গালতিয়েরকে কোচ হিসেবে এনেছিল পিএসজি। কিন্তু তিনিও প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় এক মরসুমেই গালতিয়েরের চাকরি গেল। এবার চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে দুই পর্ব মিলিয়ে বায়ার্ন মিউনিখের কাছে ০-৩ হেরে বিদায় নিয়েছিল পিএসজি।

নতুন কোচ হিসেবে হোসে মরিনহোর নাম উঠে আসছে। মেসি ইতিমধ্যেই পিএসজি ছেড়েছেন। নেইমার, এমবাপেও সম্ভবত আগামী মরসুমে থাকছেন না। এবার নয়া কোচ নয়া স্কোয়াড নিয়ে ইউরোপ সেরা হতে চায় প্যারিসের এই ক্লাব।

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)