CWC 2023 Final, IND vs AUS: ভারতের হারের মুখে মাঠে ঢুকলেন প্রধানমন্ত্রী, গ্যালারিতে শাহর পাশে বসে খেলা দেখছেন মোদী
আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই চাপে ভারত।
আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অনেকটাই চাপে ভারত। খুব বড় অঘটন না ঘটলে ভারতের তৃতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতা কঠিন মনে হচ্ছে। অজি ওপেনার ট্র্যাভিস হেড ও মার্নাস লাবুশানে চতুর্থ উইকেটে এমন পার্টনারশিপ করছেন, যেখান থেকে টিম ইন্ডিয়া ক্রমশ হারের মুখে ঢলে পড়ছে। এমন সময় নিজের নামাঙ্কিত স্টেডিয়ামে ফাইনাল দেখতে ঢুকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন সন্ধ্যায় ফাইনাল দেখতে আমেদাবাদ বিমানবন্দরে নয়া দিল্লিতে থেকে উড়ে এসে নামেন মোদী। এরপর কিছু জরুরী বৈঠক সেরে রাত সাড়ে আটটা নাগাদ স্টেডিয়ামে ঢোকেন ভারতের প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ অমিত শাহ-র পাশে বসে খেলা দেখছেন মোদী। প্রধানমন্ত্রীর মোদীর অন্য পাশে বসে আছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেল।
দেখুন ভিডিয়ো
দেখুন ছবিতে
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)