PM Modi Congratulets Yogesh Kathuniya: প্যারালিম্পিক্সে ডিসকাস ছুঁড়ে রূপোজয়ী যোগেশ কাঠুনিয়া, অভিনন্দন জানালেন মোদি
প্যারালিম্পিক্সে ডিসকাস ছুঁড়ে পদক জিতে নিলেন যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)৷ পদক জয়ের পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন কাঠুনিয়া৷ প্রথমে SAI, তারপর মা এবং প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়াকে ধন্যবাদ দিতে ভোলেননি তিনি৷
প্যারালিম্পিক্সে ডিসকাস ছুঁড়ে পদক জিতে নিলেন যোগেশ কাঠুনিয়া (Yogesh Kathuniya)৷ পদক জয়ের পরেই আবেগপ্রবণ হয়ে পড়েন কাঠুনিয়া৷ প্রথমে SAI, তারপর মা এবং প্যারালিম্পিক কমিটি অফ ইন্ডিয়াকে ধন্যবাদ দিতে ভোলেননি তিনি৷ তাঁদের সাপোর্টেই যে আজ তাঁর পদক জয়, একথা বললেন আবেগাপ্লুত যোগেশ কাঠুনিয়া৷
এদিকে প্যারালিম্পিক্সে যোগেশ কাঠুনিয়ার রৌপ্য পদক জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)৷ তিনি বলেন, যোগেশের পদক জয়ে দারুণ খুশি৷ তাঁর আগামী সাফল্য কামনা করেন৷ যোগেশের পদক জয় বাকি ক্রীড়াবিদদের উৎসাহিত করবে৷
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)