P.V Sindhu: ফাইনালে হারলেন পিভি সিন্ধু

ফর্মে ফিরলেও খেতাব জেতা হল না পিভি সিন্ধু (P.V Sindhu)-র। মাদ্রিদ স্পেন মাস্টার্সের ফাইনালে ইন্দোনেশিয়ার গ্রিগরিয়া মার্সিকা তুনজুংয়ের কাছে সিন্ধু হারলেন ৮-২১, ৮-২১।

PV Sindhu

ফর্মে ফিরলেও খেতাব জেতা হল না পিভি সিন্ধু (P.V Sindhu)-র। মাদ্রিদ স্পেন মাস্টার্সের ফাইনালে ইন্দোনেশিয়ার গ্রিগরিয়া মার্সিকা তুনজুংয়ের কাছে সিন্ধু হারলেন ৮-২১, ৮-২১। ফাইনালে সিন্ধু একেবারে দাঁড়াতেই পারলেন না। দুটো গেমেই সিন্ধু সেট হওয়ার আগে গ্রিগরিয়া ম্যাচ বের করে নিলেন। সিন্ধুকে একেবারেই ফিট দেখাচ্ছিল না এদিন।

অথচ গোটা টুর্নামেন্টে দারুণ ছন্দে দেখাচ্ছিল তাঁকে। চোট সারিয়ে ফেরার পর এটাই সিন্ধুর ছিল আন্তর্জাতিক সার্কিটে প্রথম ফাইনাল। আরও পড়ুন- চাহাল উইকেট নিতেই সে কী উচ্ছ্বাস  

দেখুন টুইট

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)