Sarabjot Singh: অলিম্পিক পদক জয়ের পুরস্কারে বড় পদের সরকারী চাকরির প্রস্তাব ফেরালেন সরবজোত সিং, লস অ্য়াঞ্জেলসে সোনায় চোখ
প্য়ারিস অলিম্পিকে মানু ভাকেরকে সঙ্গী করে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সরবজোত সিং।
প্য়ারিস অলিম্পিকে (Paris Olympics 2024) মানু ভাকের (Manu Bhaker)-কে সঙ্গী করে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন সরবজোত সিং ( Sarabjot Singh)। আর রাজ্যের ছেলের অলিম্পিক পদক জয়ের পুরস্কারে হরিয়ানা সরকার সরবজোত-কে ক্রীড়া দফতরের সহ অধিকর্তার পদে যোগদানের প্রস্তাব দেয়। কিন্তু এখন চাকরি নয়, বরং আরও বেশী করে শ্যুটিংয়ে মন দিতে চান সরবজোত। আর তাই বড় পদের সরকারী চাকরি-র প্রস্তাব ফিরিয়ে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নিজের খেলায় আরও বেশী করে মন দিচ্ছেন তিনি।
হরিয়ানা সরকারের চাকরির প্রস্তাব ফিরিয়ে সরবজোত সাংবাদিকদের বললেন, " চাকরটা খুবই ভাল কিন্তু এটা আমি এখন করতে পারব না। আমি আমার শ্য়ুটিংয়ের উন্নতির জন্য আরও পরিশ্রম করতে চাই। আমার পরিবার আমার জন্য একটা ভাল চাকরি চেয়েছিল, কিন্তু আমি শ্য়ুটিং নিয়েই থাকতে চাই। আমি আমার জীবনের লক্ষ্যের দিকে এগোতে কিছু সিদ্ধান্ত, তাই চাকরিটা আমি এখন করতে পারব না। শ্যুটিংই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস।"
দেখুন খবরটি