Goal: ম্যাচের ৯১ মিনিটে নিজের বক্স থেকে লম্বা শটে অবিশ্বাস্য গোল গোলকিপারের, ভাইরাল ভিডিও

একেবারে অবিশ্বাস্য গোল ইতালির দ্বিতীয় ডিভিশনের ক্লাব মোদেনা এফসি-র গোলকিপারের।

Football. (Photo Credits: Getty Images)

একেবারে অবিশ্বাস্য গোল ইতালির দ্বিতীয় ডিভিশনের ক্লাব মোদেনা এফসি-র গোলকিপারের। সিরি বি-র গুরুত্বপূর্ণ ম্যাচের ৯১ মিনিটে নিজের বক্স থেকে লম্বা শট নেন মোদেনার গোলকিপার রিকার্ডো গাগনো-র। সেই সময় বিপক্ষ দল ইমোবিসের গোলকিপার নিজের গোল ছেড়ে কিছুটা এগিয়ে গিয়েছিলেন। খেলার একেবারে শেষলগ্নে সেটা খেয়াল করে মোদেনার গোলকিপার নেন লম্বা অনবদ্য শট। ঠিক একটা ড্রপে গোলকিপারের মাথা টপকে বল ঢুকে যায় গোলে।

খেলার একেবারে অন্তিম মুহর্তে গোলকিপারের গোলে ২-১ ম্যাচ জিতে নেয় মোদেনা। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি গোলে সময়তায় ফিরেছিল ইমোবেসি। এই ম্যাচে পয়েন্ট নষ্টি লিগ তালিকায় শীর্ষে থাকা মোদেনা এফসি বড় সমস্যায় পড়ে যেত।

দেখুন ভিডিও

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)