Manu Bhaker: দুর্ঘটনায় জোড়া মৃত্যু মনুর পরিবারে, মামার বাড়ি ছুটলেন অলিম্পিয়ান, মোছাচ্ছেন চোখের জল

রবিবার, ১৯ জানুয়ারি হরিয়ানার চরখি দাদরিতে দুর্ঘটনার কবলে পড়ে মনুর মামার স্কুটিটি। পথে পিষে মৃত্যু হয়েছে মামা যুধবীর সিং এবং দিদা সাবিত্রী দেবীর।

Manu Bhaker Consoles Relative Crying Profusely Over Massive Road Accident (Photo Credits: X)

অলিম্পিকে জোড়া পদকজয়ী শ্যুটার মনু ভাকেরের (Manu Bhaker) পরিবারে নেমে এসেছে ঘোর বিপর্যয়। পথ দুর্ঘটনায় পরিবারের দুই সদস্যকে হারিয়েছেন মনু। রবিবার, ১৯ জানুয়ারি হরিয়ানার (Haryana) চরখি দাদরিতে দুর্ঘটনার কবলে পড়ে মনুর মামার স্কুটিটি। পথে পিষে মৃত্যু হয়েছে মামা যুধবীর সিং এবং দিদা সাবিত্রী দেবীর। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মামার বাড়ি ছুটলেন অলিম্পিয়ান। শোকের ছায়া গ্রাস করেছে মনুর পরিবারে। একসঙ্গে জোড়া মৃত্যুতে চারিদিকে কান্নার হাহাকার। এই কঠিন সময়ে নিজে শক্ত থেকে পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়েছেন মনু। মোছাচ্ছেন আত্মীয়দের চোখের জল।

আরও পড়ুনঃ অলিম্পিকে জোড়া পদকজয়ী মনু ভাকেরের পরিবারে চরম বিপর্যয়, গাড়ি পিষে দিল শ্যুটারের মামা এবং দিদাকে

জোড়া মৃত্যুতে ভেঙে পড়েছে মনুর পরিবারঃ

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now

Share Now