Khel Ratna Award: 'খেলরত্ন' পুরস্কার আজ থেকে 'মেজর ধ্যানচাঁদ খেলরত্ন' পুরস্কার, ঘোষণা মোদীর
খেলরত্ন দেশের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। পুরস্কারটি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামাঙ্কিত ছিল। প্রাপককে একটি পদক, একটি মানপত্র ও নির্দিষ্ট পরিমাণ আর্থিক পুরস্কার দেওয়া হয়।
খেলরত্ন’ থেকে রাজীব গান্ধীর নাম বাদ। হকির জাদুকর ধ্যান চাঁদের (Major Dhyan Chand) নামে নতুন করে খেলরত্ন পুরস্কারের নামকরণ করল কেন্দ্রীয় সরকার। আজ এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইটে লেখেন, 'দেশের নাগরিকদের অনুভূতিকে সম্মান জানিয়ে খেলারত্ন পুরস্কারকে এখন থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বলা হবে।