Intercontinental Cup 2023: ৯ জুন থেকে ভুবনেশ্বরে আয়োজিত হবে ফুটবলের ইন্টারকন্টিনেন্টাল কাপ
ভারতীয় পুরুষ জাতীয় দল এর আগে কখনও মঙ্গোলিয়া ও ভানুয়াতুর বিরুদ্ধে খেলেনি
আগামী জুনে সিনিয়র পুরুষ ফুটবল জাতীয় দলের ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০২৩ আয়োজন করবে ভুবনেশ্বর বলে বুধবার এআইএফএফ-এর তরফে ঘোষণা করা হয়েছে। আগামী ৯ থেকে ১৮ জুন ফিফা আন্তর্জাতিক চার দলের ইন্টারকন্টিনেন্টাল কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক ভারতের সঙ্গে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে লেবানন, মঙ্গোলিয়া ও ভানুয়াতু। এটি ইন্টারকন্টিনেন্টাল কাপের তৃতীয় আসর। এর আগের দুটি আসর অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালে মুম্বাই ও ২০১৯ সালে আহমেদাবাদে। এর আগে গত মাসে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়োজক ছিল মণিপুর। ভারতীয় পুরুষ জাতীয় দল এর আগে কখনও মঙ্গোলিয়া ও ভানুয়াতুর বিরুদ্ধে খেলেনি। লেবাননের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলার রেকর্ড রয়েছে আয়োজকদের। ২০২২ সালের ৮ জুন কলকাতায় এএফসি এশিয়ান কাপ ২০২৩ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে কম্বোডিয়াকে ২-০ গোলে হারিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ভারত।