Indian Football: জাতীয় ফুটবল দলে ডাক পেয়ে স্বপ্নপূরণ বাংলার ছেলে ঋত্বিক দাসের
২০২০ সালে ঋত্বিকের বাবা অসুস্থতার কারণে মারা যান। পরিবারে শোকের ছায়া নেমে আসলে ফুটবলে শান্তির সন্ধান পান ঋত্বিক
কলকাতা, ১৭ মার্চ: ভারতীয় ফুটবলে নিজের কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন ঋত্বিক কুমার দাস। সিনিয়র পুরুষ জাতীয় ফুটবল দলের শিবিরের জন্য ডেকে পাঠানো হয়েছে এই মিডফিল্ডারকে। গত বছর কাতারের দোহায় জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে জাতীয় দলের ক্যাম্পে ডাক পান ২৬ বছর বয়সী এই ফুটবলার। কিন্তু তার পর থেকেই চোটে ভুগছেন দাস, যার জন্য অল্পের জন্য শিবিরে থেকে ফিরে যেতে হয়েছে তাঁকে। এবার অবশ্য এই সুযোগ কাজে লাগাতে চাইবে এই মিডফিল্ডার। আই লিগে রিয়াল কাশ্মীর থেকে ছিটকে যাওয়ার আগে কলকাতা কাস্টমস এবং কালীঘাট মিলন সংঘের হয়ে কলকাতা ফুটবল লিগে খেলেছেন দাস। ২০২০ সালে ঋত্বিকের বাবা অসুস্থতার কারণে মারা যান। পরিবারে শোকের ছায়া নেমে আসলে ফুটবলে শান্তির সন্ধান পান ঋত্বিক। এই মুহূর্তের উপলব্ধির পরে দাস প্রথমে কেরালা ব্লাস্টার্স এবং তারপরে জামশেদপুর এফসির হয়ে খেলেছেন।