Under-23 Bengal Team Practices: ইডেন গার্ডেন্সে অনূর্ধ্ব - ২৩ দলের ক্রিকেট ইন্ডোর কোচিং শুরু করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা
ইডেন গার্ডেন্সে মধ্যেই শুরু করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার ও বাংলার উইকেটে রক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা। সোমবার প্রথম দিনের কোচিংয়ে মূলত ভোকাল টনিক এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এদিন প্রথম কোচিং এর প্রশিক্ষণ শিবিরে হেড কোচ শ্রী সাহা বলেন - বেশি বক্তব্য নয়। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তিনি এবং বলেছেন, কাজ করেই দেখাতে হবে। তিনি আরও বলেন, মূল ফোকাস হল - স্কিলে গুরুত্ব আরোপ করা। দলগতভাবেই তা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যাক্তিগত ক্রীড়া নৈপুণ্যের চেয়েও দলগত সংহতিতে জোর দিতেই চান তিনি এদিন সে কথা ও সকলকেই জানানো হয়। প্রথমদিনের অনুশীলন শিবিরে ওয়ার্ম - আপ ও শারীরিক সক্ষমতার ক্লাস নেওয়া হয়েছে।
এদিনের শিবিরে কোচ উৎপল চ্যাটার্জি ও দেবব্রত দাস উপস্থিত ছিলেন। তিন ঘন্টা ধরে তা হয়েছে।এছাড়াও কন্ডিশনিং কোচ - সাবির আলি, ভিডিও আ্যনালিস্ট মুকেশ সিনহা, ফিজিওথেরাপিস্ট দীপ্তি রঞ্জন পরিদা, ম্যাসিওর মৃণাল কান্তি পাল শিবিরে হাজির ছিলেন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)