Saleema Imtiaz: প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হিসেবে মনোনীত সালিমা ইমতিয়াজ

ইমতিয়াজ ২০০৮ সালে পিসিবির মহিলা আম্পায়ার প্যানেলে যোগ দিয়েছিলেন এবং গত তিন বছরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেশ কয়েকটি টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন

Saleema Imtiaz (Photo Credit: Cricket World/ X)

পাকিস্তানের প্রথম মহিলা আম্পায়ার হিসেবে আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে জায়গা পেয়েছেন সালিমা ইমতিয়াজ (Saleema Imtiaz)। এই প্যানেলে ইমতিয়াজের মনোনয়নের অর্থ তিনি এখন মহিলাদের দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি মহিলা ইভেন্টে আম্পায়ারিং করার যোগ্য হয়েছেন। ইমতিয়াজ ২০০৮ সালে পিসিবির মহিলা আম্পায়ার প্যানেলে যোগ দিয়েছিলেন এবং গত তিন বছরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বেশ কয়েকটি টুর্নামেন্টে আম্পায়ারিং করেছেন। সোমবার থেকে মুলতানে শুরু হতে যাওয়া পাকিস্তান মহিলা ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নতুন দায়িত্বে দেখা যাবে ইমতিয়াজকে। পাকিস্তান ক্রিকেটের এক সাক্ষাৎকারে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাঁর মেয়ে কায়নাতের আন্তর্জাতিক অভিষেকের পর থেকেই আম্পায়ারিংয়ের জগতে নিজের নাম উজ্জ্বল করতে চেয়েছিলেন বলে জানান ইমতিয়াজ। কায়নাত পাকিস্তানের হয়ে ১৯টি ওয়ানডে ও ২১টি টি-টোয়েন্টিসহ ৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। SL W vs BAN W 3rd T20I 1st Innings Scorecard: শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে মাত্র ৯৭ রান বাংলাদেশ 'এ' মহিলা দলের

প্রথম পাকিস্তানি মহিলা আম্পায়ার সালিমা ইমতিয়াজ