Sachin Tendulkar: আন্তর্জাতিক মাস্টার্স লিগে ‘মাস্টার ব্লাস্টার’ শচীনের ইনিংসে মন্ত্রমুগ্ধ সোশ্যাল মিডিয়া (দেখুন পোস্ট)
বিশ্বের অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়ে আয়োজিত আন্তর্জাতিক মাস্টার্স লিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে ভারত। ভারতের স্কোয়াডে শচীন ছাড়াও রয়েছেন বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, সুরেশ রায়না, ইউসুফ পাঠানরা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজেই জয় পেলেও ব্যর্থ হয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার'। তাই ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে সকলের নজর ছিল ‘মাস্টার ব্লাস্টারে’র উপর। ক্রিকেট ভক্তদের নিরাশ করেননি তিনি। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ১৩৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে শচীন করলেন ২১ বলে ৩৪ রান। পাঁচটা চারের সঙ্গে হাঁকালেন একটি ছক্কাও।
দেখুন শচিনের চোখ ধাঁধানো ইনিংসঃ
সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের খেলার ভিডিও ছড়িয়ে পড়তেই অবাক হয়েছেন নেটিজেনরা।অনেকে লিখছেন, ‘ঈশ্বর ক্রিকেট খেলতে চেয়েছেন বলে শচীন পৃথিবীতে এসেছেন।’ কেউ বলছেন, ‘৭০ বছর বয়সেও তিনি গোটা স্টেডিয়াম ভরিয়ে দিতে পারবেন।’ কিংবা নেটিজেনরা লিখছেন, ‘৫১ বছর বয়সে শচীন তেণ্ডুলকর প্রায় ২০০ স্ট্রাইক রেটে খেলছেন। নিজের সেরা সময়ে টি-টোয়েন্টি খেললে তিনি কী করতেন, সেটা ভাবেই আশ্চর্য হতে হয়। উনি শুধু ক্রিকেট খেলার জন্যই জন্মেছেন। বয়স কোনও পার্থক্যই তৈরি করতে পারেনি।’
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)