Rishabh Pant Hugs Rohit Sharma: রোহিতকে পেছন থেকে আচমকা জড়িয়ে ধরলেন পন্থ, দেখুন ভারতের অধিনায়কের প্রতিক্রিয়া

এমআই (MI)-এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে এলএসজি মেন্টর জাহির খানের (Zaheer Khan) সাথে কথা বলছেন রোহিত। এইসময় হঠাৎ পেছন থেকে লুকিয়ে এসে পেছন থেকে তাঁকে জড়িয়ে ধরেন পন্থ।

Rishabh Pant and Rohit Sharma (Photo Credit: MI/ X)

Rishabh Pant Hugs Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) অধিনায়ক ঋষভ পন্থের (Rishabh Pant) একটি খুনসুটির ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে। এমআই (MI)-এর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে এলএসজি মেন্টর জাহির খানের (Zaheer Khan) সাথে কথা বলছেন রোহিত। এইসময় হঠাৎ পেছন থেকে লুকিয়ে এসে পেছন থেকে তাঁকে জড়িয়ে ধরেন পন্থ। সেই সময় রোহিত জাহিরকে বলছেন, 'জো করনা থা, ম্যায়নে কিয়া বারাবার। অভি মেরেকো কোই করনে কি জরুরত নেহি হ্যায়,' (যা করার ছিল আমি করেছি, এখন আমার কিছু করার দরকার নেই।' সেই সময় পন্থ জড়িয়ে ধরে পেছন থেকে বলেন 'হানজি!' (হ্যাঁ) এই দুই তারকার আইপিএল দল আজ একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে। দুই দলই তিনটি ম্যাচে মাত্র একটি জয় নিশ্চিত করে খারাপ ফর্মে রয়েছে। Who is JosD92?: এমএস ধোনি থেকে হিন্দি কমেন্ট্রি, সবাইকে ট্রোল করে সোশ্যাল মিডিয়া তোলপাড় করা কে এই JosD92

রোহিতকে পেছন থেকে আচমকা জড়িয়ে ধরলেন পন্থ

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement