PAK vs ENG 2nd Test at Multan: অভিষেক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের স্পিনার আবরার আহমেদের ৭ উইকেট

পাকিস্তানের অভিষেককারী আবরার আহমেদের নৈপুণ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভেঙে পড়ল ইংল্যান্ডের "ব্যাজবল বিপ্লব"। লাঞ্চের পূর্বে ৫ উইকেট ও পরে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৫১.৪ ওভারে ২৮১ রানে অল-আউট করে দেন।

Abrar Ahamed (Photo Credit: Twitter)

পাকিস্তানের অভিষেককারী আবরার আহমেদের (Abrar Ahmed) নৈপুণ্যে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ভেঙে পড়ল ইংল্যান্ডের "ব্যাজবল বিপ্লব"। লাঞ্চের পূর্বে ৫ উইকেট ও পরে ২ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ৫১.৪ ওভারে ২৮১ রানে অল-আউট করে দেন। ১৮ ওভারে ইংল্যান্ড ১১৭-১ রান তোলে। নবম ওভারে জ্যাক ক্রলিকে (Zak Crawley) ১৯ রানে বোল্ড করে উদ্বোধনী জুটি ভাঙেন। এরপর বেন ডাকেটকে (Ben Duckett) এলবিডব্লিউর ফাঁদে ফেলে, ১৩ ওভারে ৪ উইকেট নেন আহমেদ, ফলে লাঞ্চের সময় ১৮০-৫ রান করে ইংল্যান্ড। ১৯৫০ সালে ওয়েস্ট ইন্ডিজ তারকা আলফ ভ্যালেন্টাইনের (Alf Valentine) পর প্রথম স্পিনার হিসেবে অভিষেক টেস্টের প্রথম দিনে লাঞ্চের আগে পাঁচ উইকেট নেন আহমেদ।