MS Dhoni Pooja Video: পৈত্রিক গ্রামে গিয়ে কুলদেবতার পুজো দিলেন সস্ত্রীক ধোনি, দেখুন ভিডিয়ো

উত্তরাখণ্ডের আলমোরা জেলার এলওয়ালি গ্রামে অবস্থিত পৈত্রিক বাড়িতে গেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী।

ফাইল ফটো (Photo Credit: Johns./ X)

উত্তরাখণ্ডের (Uttrakhand) আলমোরা (Almora) জেলার এলওয়ালি গ্রামে (Lwali village) অবস্থিত পৈত্রিক বাড়িতে গেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ও তাঁর স্ত্রী (Wife) সাক্ষী (Sakshi)। সেখানে পৌঁছানোর পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান আত্মীয়রা। গ্রামে ঘুরে ঘুরে বড়দের প্রণাম করতেও দেখা যায় ধোনিদের।

নিজেদের কুলদেবতার (kuldevta) দেওয়ার পাশাপাশি আশেপাশের বিভিন্ন মন্দিরে ঘুরে পুজো দিতেও (offered prayers) দেখা যায় ধোনি আর সাক্ষীকে। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিয়ো (MS Dhoni Pooja Video) দেখে পছন্দ করেছেন অনেকে। আরও পড়ুন: Dhoni Indian Sanskar Video: বয়সে বড় মহিলাদের পা ছুঁয়ে প্রণাম ধোনির, দেখুন ভিডিয়ো

দেখুন ভিডিয়ো:

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)