Masrafe Bin Mortaza: প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেটার হিসেবে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের সাম্মানিক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি বিন মুর্তজা

অসামান্য আন্তর্জাতিক কেরিয়ারকে স্বীকৃতি দিয়ে সম্মানসূচক আজীবন সদস্যপদ দেয় এমসিসি

Mashrafe Bin Mortaza (Photo Credit: Chattogram Challengers/ Twitter)

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের বিশ্বের কয়েকজন সেরা ক্রিকেটারকে ক্লাবের সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করে। এমসিসি সাম্মানিক আজীবন সদস্যপদ পেলেন মাশরাফি বিন মর্তুজা। প্রথম বাংলাদেশ জাতীয় ক্রিকেটার হিসেবে তিনি এই সম্মান পেয়েছেন। এমসিসি'র ক্রিকেট কমিটি ক্রিকেটের কয়েকজন মহান ব্যক্তিত্বের অসামান্য আন্তর্জাতিক কেরিয়ারকে স্বীকৃতি দিয়ে সম্মানসূচক আজীবন সদস্যপদের জন্য ক্রিকেটারদের মনোনয়ন বিবেচনা করে। সম্মানসূচক আজীবন সদস্যপদ এমন ব্যক্তিদেরও দেওয়া হয় যারা এমসিসি বা সাধারণভাবে খেলাটিতে ব্যতিক্রমী অবদান রেখেছেন। ১২টি টেস্ট খেলা দেশের মধ্যে ৮টি এ বছরের তালিকায় স্থান পেয়েছে। এছাড়াও ক্লাবটি খেলায় অবদান না রাখার জন্য আরও দুটি সম্মানসূচক আজীবন সদস্যপদ প্রদান করেছে।

দেখুন বাংলাদেশ ক্রিকেটের মাশরাফি বিন মর্তুজার সম্মানে পোস্ট

দেখুন সম্পূর্ণ তালিকা