Jasprit Bumrah Savage Reply: বুমরাহকে মিডিয়াম পেসার বলতেই সাংবাদিককে দারুণ জবাব অধিনায়কের; দেখুন ভিডিও
এক সাংবাদিক বুমরাহকে মিডিয়াম পেসার বললে দ্রুত তাঁকে সংশোধন করে দেন এই স্পিডস্টার। সাংবাদিক প্রশ্ন করেন, 'মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে ভারতের অধিনায়কত্ব করতে কেমন লাগছে? জবাবে বুমরাহ বলেন, 'ইয়ার, আমি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি, অন্তত আমাকে ফাস্ট বোলার ক্যাপ্টেন বলুন।'
Border Gavaskar Trophy 2024-25: অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দলের অধিনায়ক হতে যাচ্ছেন ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। পার্থের কন্ডিশন কঠিন হওয়ায় এবং স্কোয়াডের খেলোয়াড়রা অনভিজ্ঞ হওয়ায় অস্ট্রেলিয়ার পিচে দলটি কঠিন সময় কাটাবে বলে ধারনা করা হচ্ছে। এই ভেবেই ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলছিলেন জসপ্রীত বুমরাহ তখন তাঁকে এক প্রশ্ন করা হয়। কিন্তু প্রশ্নের চেয়ে বুমরাহর প্রতিক্রিয়া সবাইকে হতবাক করে দেয়। এক সাংবাদিক বুমরাহকে মিডিয়াম পেসার বললে দ্রুত তাঁকে সংশোধন করে দেন এই স্পিডস্টার। সাংবাদিক প্রশ্ন করেন, 'মিডিয়াম পেস অলরাউন্ডার হিসেবে ভারতের অধিনায়কত্ব করতে কেমন লাগছে? জবাবে বুমরাহ বলেন, 'ইয়ার, আমি ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারি, অন্তত আমাকে ফাস্ট বোলার ক্যাপ্টেন বলুন।' পার্থের বাউন্সি পিচে বুমরাহকে দলের সঙ্গে পেস বিভাগেও সামনে থেকে লিড করতে হবে। Jasprit Bumrah on Virat Kohli: অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে প্রস্তুত বিরাট কোহলি, 'জিঙ্কস' করতে চান না জসপ্রীত বুমরাহ
সাংবাদিককে দারুণ উওর জসপ্রীত বুমরাহর