Ireland Tour of Bangladesh: জেনে নিন আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সম্পূর্ণ সূচি
সফর শুরু হবে ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিতব্য একদিবসীয় সিরিজ দিয়ে। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে ঐতিহাসিক টেস্ট ম্যাচ।
ইংল্যান্ড সফর শেষ হয়েছে, এবার আগামী ১৮ মার্চ থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে বিভিন্ন সিরিজ খেলবে বাংলাদেশ। এই প্রথমবারের মতো দুই দেশ সিনিয়র পর্যায়ে এই ধরনের সিরিজ খেলতে যাচ্ছে। বাংলাদেশের মাটিতে তিনটি একদিবসীয় ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলবে আয়ারল্যান্ড। এটি আয়ারল্যান্ড ক্রিকেটের চতুর্থ টেস্ট ম্যাচ এবং বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। সফর শুরু হবে ১৮, ২০ ও ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিতব্য একদিবসীয় সিরিজ দিয়ে। এরপর ২৭, ২৯ ও ৩১ মার্চ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। আগামী ৪ এপ্রিল থেকে ঢাকায় শুরু হবে ঐতিহাসিক টেস্ট ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে অভিজ্ঞ মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। এছাড়া ইয়াসির আলী, নাসুম আহমেদ ও শোরিফুল ইসলামের একাদশে জায়গা হয়েছে।
দেখুন আয়ারল্যান্ডের বাংলাদেশ সফরের সম্পূর্ণ সূচি