IND vs BAN 1st Test 2022 Day 1:চেতেশ্বর পূজারা ৯০ রানে আউট হওয়ার পর শ্রেয়স আইয়ারের নজর সেঞ্চুরির দিকে

শ্রেয়স আইয়ার ও চেতেশ্বর পূজারা নিজেদের অর্ধশতরান পূর্ণ করেন। মেহেদী হাসান দিনের শেষ বলে অক্ষর প্যাটেলকে এলবিডাব্লিউ করেন এবং ভারতের দিনের শেষে স্কোর: ২৭৮/৬ (৯০ ওভার)

Shreyas Iyer and Cheteswar Pujara (Photo Credit: BCCI)

ভারত বনাম বাংলাদেশ প্রথম টেস্টে চেতেশ্বর পূজারাকে (Cheteshwar Pujara) ৯০ রানে ক্লিন বোল্ড করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন তাইজুল ইসলাম (Taijul Islam)। শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সঙ্গে জুটি বেঁধে পঞ্চম রানের পার্টনারশিপ গড়ে ১৪৯ রান করেন। পূজারা এর আগে ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে আরও ৫০ রানের জুটি গড়েছিলেন। ৪৬ (৪৫) রানে মেহেদী হাসানের (Mehidy Hasan) বলে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারত শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শুভমান গিল (Shubman Gill) ২০ রানে এবং লোকেশ রাহুল (KL Rahul) ২২ রানে ক্লিন বোল্ড হওয়ার কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ১ রান করে বিরাট কোহলিকে (Virat Kohli) ফাঁদে ফেলেন। মেহেদী হাসান দিনের শেষ বলে অক্ষর প্যাটেলকে (Axar Patel) এলবিডাব্লিউ করেন এবং ভারতের দিনের শেষে স্কোর: ২৭৮/৬ (৯০ ওভার)