ICC Most Runs in Men's Test 2022: টেস্টে সর্বোচ্চ রানের মালিক বাবর আজম, তালিকায় নেই কোনো ভারতীয়ের নাম
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। এছাড়া এক বছরে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন বাবর।
২০২২ সালে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ( Babar Azam) টেস্টে সর্বোচ্চ রানের মালিক। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রথমটিতে তিনি তার দারুণ টেস্ট ফর্ম অব্যাহত রেখে তার নবম টেস্ট সেঞ্চুরিটি করেন। টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও রয়েছে তাঁর দখলে। এছাড়া এক বছরে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়েছেন বাবর। ২০০৬ সালে মোহাম্মদ ইউসুফের ২৪৩৫ রানকে অতিক্রম করে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে ২৫৯৮ রান সংগ্রহ করেন। বাবর এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে ২৫টি পঞ্চাশ ঊর্ধ্ব স্কোর করেন, যা প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং (২০০৫ সালে ২৪) এর রেকর্ড ভেঙে দেয় নির্বিশেষে। মাত্র নয় টেস্টে বাবরের সংগ্রহ ১১৮৪ রান। ইংল্যান্ডের জো রুট (Joe Root) ১০৯৮ রান ও অজি ওপেনার উসমান খোয়াজা (Usman Khawaja) ১০৮০ রান করে এ বছর টেস্টে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এই সর্বোচ্চ দশের তালিকায় নেই কোনো ভারতীয় ক্রিকেটারের নাম। তালিকায় ৩ জন পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার আর ৪ জন ইংল্যান্ডের ক্রিকেটার রয়েছে।