Dhawan Praises Sachin: কাশ্মীরে সচিন তেন্ডুলকরের ছবিতে কমেন্টে প্রশংসায় পঞ্চমুখ শিখর ধাওয়ান

ছবিগুলির ক্যাপশনে তেন্ডুলকর লিখেছেন, 'পহেলগাঁওয়ে হামারা পেহলা স্নো-ফল। অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান সেই ছবিগুলি দেখে রিপ্লাইয়ে লেখেন, 'এক ফ্রেমে দুটো GOAT আর কে খুঁজে পাবে?'

Sachin Tendulkar in Kashmir (Photo Credit: Sachin Tendulkar/ X)

কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) বর্তমানে তার স্ত্রী অঞ্জলি এবং মেয়ে সারার সাথে প্রথমবারের মতো কাশ্মীর ভ্রমণ উপভোগ করছেন। ২০১৩ সালে খেলা থেকে অবসর নেওয়া তেন্ডুলকর পহেলগাঁওয়ে তুষারপাত উপভোগ করার আগে গুলমার্গে স্থানীয়দের সাথে গালি ক্রিকেট খেলছিলেন। স্নো বাইক চালাতেও দেখা গিয়েছে তাঁকে। কিংবদন্তি ব্যাটার সোশ্যাল মিডিয়ায় তাঁর সাম্প্রতিক পহেলগাঁও সফরের ছবি শেয়ার করেছেন। এক্স-এ ছবিগুলির ক্যাপশনে তেন্ডুলকর লিখেছেন, 'পহেলগাঁওয়ে হামারা পেহলা স্নো-ফল। একটি ছবিতে তেন্ডুলকরকে একটি ছাগলের (পড়ুন গোট) সঙ্গে পোজ দিতে দেখা যায়। অভিজ্ঞ ব্যাটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan) সেই ছবিগুলি দেখে রিপ্লাইয়ে লেখেন, 'এক ফ্রেমে দুটো GOAT আর কে খুঁজে পাবে?' এর আগে জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার শেষ স্থান আমন সেতুও পরিদর্শন করেন সচিন। উরিতেও লিটল মাস্টারকে একদল বাচ্চার সাথে রাস্তার ধারে ক্রিকেট খেলতে দেখা যায়। Sachin Playing Cricket in Kashmir: কাশ্মীরের গুলমার্গে ক্রিকেট খেলছেন সচিন তেন্ডুলকর, শেয়ার করলেন ভিডিও

দেখুন সচিনের ছবি

দেখুন শিখর ধাওয়ানের কমেন্ট

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)



@endif