BCB Sacked Coach Chandika Hathuresinghe: একদিকে সিরিজ হার, অন্যদিকে শৃংখলাভঙ্গ; কোচ চন্দিকা হাতুরেসিঙ্ঘেকে ছেঁটে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরতেই কোচ চন্দিকা হাতুরেসিঙ্ঘেকে ছেঁটে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে সিরিজ হার নয় শৃংখলাভঙ্গের দায়ে দোষী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরেসিঙ্ঘে।
ভারতের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরতেই কোচ চন্দিকা হাতুরেসিঙ্ঘেকে ছেঁটে ফেলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে সিরিজ হার নয় শৃংখলাভঙ্গের দায়ে দোষী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরেসিঙ্ঘে।মঙ্গলবার ঢাকায় সাংবাদিক সম্মেলনে করে শৃঙ্খলাভঙ্গের বিষয়টি ঘোষণা করেন । তিনি বলেন - ‘হাতুরেসিঙ্ঘে দু-বার শৃঙ্খলাভঙ্গ করেছেন। প্রথমবার ২০২৩ সালে এক দিনের বিশ্বকাপ চলা কালীন চেন্নাইতে নিউজিল্যান্ড ম্যাচের সময় এক প্লেয়ারকে তিনি চড় মারেন, যার জেরে ৪৮ ঘণ্টার জন্য নির্বাসন এবং এরপর ছাঁটাই। পাশাপাশি শো-কজও করা হয়েছে চন্দিকাকে।দ্বিতীয়ত চুক্তির বাইরে তিনি প্রচুর ছুটি নিয়েছেন।বছরে তাঁর ছুটি ৪৫ দিন। কিন্তু ২০২৩ সালে ১১২ দিন এবং এ বছর ২০২৪ সালে ইতিমধ্যেই চন্দিকা ৫৯দিন ছুটি নিয়েছেন বলে সূত্রের খবর। চন্দিকা হাতুরেসিঙ্ঘের পরিবর্তে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অবধি অন্তর্বর্তী দায়িত্ব সামলাবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।