Air Show in World Cup Final: দেখুন, ফাইনালে আমেদাবাদের আকাশে ভারতীয় বায়ুসেনার এয়ার শো

আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে গিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উপরে এয়ারশো করে সূর্যকিরণ অ্যাক্রোবেটিক দল

Air Show in Final (Photo Credit: PTI/ X)

রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দলের এয়ার শো শুরু হয়। অস্ট্রেলিয়াকে হারিয়ে গোটা দেশে 'মেন ইন ব্লু'কে নিয়ে আশায় বুক বেঁধেছে ভারত। আজ দুপুর সাড়ে ১২টা থেকে ১০ মিনিটের জন্য বায়ুসেনার পক্ষ থেকে এয়ার শো আয়োজন করা হয়। সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক টিমের (Suryakiran Acrobatic Team) এয়ারশোর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা ফাইনালকে সমর্থক ও খেলোয়াড়দের জন্য বিশেষ করে তুলেছিল। ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিধেশ কার্তিকের (Sidhesh Kartik) নেতৃত্বে নয়টি হকের একটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আমেদাবাদ বিমানবন্দর থেকে উড়ে গিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের উপরে এয়ারশো করে সূর্যকিরণ অ্যাক্রোবেটিক দল। ওয়ানডে বিশ্বকাপে এখনও পর্যন্ত ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-অস্ট্রেলিয়া। এর মধ্যে ভারত জিতেছে পাঁচবার, অস্ট্রেলিয়া জিতেছে আটবার। দু'জনেই ২০০৩ সালের ফাইনাল খেলে যেখানে অস্ট্রেলিয়া বোর্ডে ৩৫৯ রান তুলে ভারতকে ১২৫ রানে পরাজিত করে। PM Modi Wishes Team India: ভারতের জয়ের মন থেকে আশীর্বাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (দেখুন পোস্ট)