IPL Auction 2025 Live

Pele Dies at 82: বিশ্ব ফুটবলে ইন্দ্র পতন, ৮২ বছর বয়সে প্রয়াত ফুটবলের কিংবদন্তী পেলে

তাঁর মৃত্যুর খবর পেতেই শোকগ্রস্ত হয়ে পড়েছে সমগ্র ফুটবল মহল।

হাসপাতালে মেয়ের সঙ্গে পেলে

সাওপাওলো:  ৮২ বছর বয়সে প্রয়াত হলেন ফুটবলের কিংবদন্তী পেলে। বিশ্ব ফুটবলের ( World Football) সর্বকালের সেরা ফুটবলার (All Time great Footballer)  হিসেবে পরিচিত পেলের (Pele) জীবনাবসান (death) হল। বৃহস্পতিবার ৮২ বছর বয়সে ব্রাজিলের (Brazil) সাওপাওলোর (Sao Paulo) একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন প্রয়াত হলেন তিনি। ফুটবলপ্রেমীদের নয়নের মণি হিসেবে পরিচিত পেলে।তাঁর মৃত্যুর খবর পেতেই শোকগ্রস্ত (Mourning) হয়ে পড়েছে সমগ্র ফুটবল মহল।

টানা তিনবার রেকর্ড গড়ে বিশ্বকাপ জয়ী (winner of record 3 World Cups) ব্রাজিলের জয়ের মূল কাণ্ডারি পেলে গত একমাস ধরে ক্যান্সারের (Cancer)) কারণে অসুস্থ হয়ে সাওপাওলোর (Sao paulo) অ্যালবার্ট এনিসেস্টন হাসপাতালে (Albert Einstein hospital) চিকিৎসাধীন (admitted) ছিলেন। বর্তমানে তাঁর অবস্থা আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠছিল (doing to well) বলেও জানিয়েছেন চিকিৎসকরা। কিন্তু, তাঁদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার হাসপাতালের বেডেই শেষ নিশ্বাস (last breathed) ত্যাগ করেন তিনি।

পেলের মেয়ে (Daughter) কেলি নাসিমেন্টো (Kely Nascimento) সোশ্যাল মিডিয়াতে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন। তাতে তিনি লিখেছিলেন, ঠআমরা একে অপরের খেয়াল রাখছি ও এই অবস্থার মধ্যেও সবাই শক্ত রয়েছি।" ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে কিংবদন্তী ফুটবলার পেলের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বলে চিকিৎসকরা যখন রিপোর্ট দিয়েছিলেন তারপরই এই পোস্টটি করেছিলেন তাঁরা মেয়ে।

নভেম্বর মাসের ২৯ তারিখ ক্যান্সারের চিকিৎসার জন্য সাওপাওলোর অ্যালবার্ট হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। ডাক্তারি পরীক্ষার পর ধরা পড়ে তাঁর শ্বাসযন্ত্রে ইনফেকশন হয়েছে। এরপরই তাঁর উপযুক্ত যত্ন নেওয়ার চেষ্টা করেন চিকিৎসকরা। গত বছরের ৪ সেপ্টেম্বর বিশ্বসেরা এই ফুটবলারের টিউমার (Tumor) অপারেশন হয়েছিল। অপারেশনের পর তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও সেপ্টেম্বর ১৭ তারিখ ফের তাঁকে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (ICU) ভর্তি করা হয়। কিন্তু তারপরও তাঁর শারীরিক সমস্যা দেখা দেওয়ায় সম্প্রতি তাঁকে সাওপাওলোর অ্যালবার্ট এনিস্টেইন হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: Kane Williamson Double Century: পাকিস্তান সফরে কেন উইলিয়ামসনের রানের বন্যা, করলেন পঞ্চম দ্বিশত রান (দেখুন ভিডিও)

বৃহস্পতিবার কিংবদন্তী এই ফুটবলারের মৃত্যুর আগে ব্রাজিলের ফুটবল তারকা রোমারিও (Romario_ তাঁর দ্রুত সুস্থতার প্রার্থনা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছিলেন। পেলে চিকিৎসাধীন থাকাকালীনও সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট সক্রিয় ছিলেন। ২০২২ সালের ফিফা বিশ্বকাপে ব্রাজিল সেমিফাইনালে উঠতে না পারার জন্য তিনি দুঃখ প্রকাশ করে সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেছিলেন। এমনকী বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে (France) হারিয়ে অসাধারণ জয়ের (Terrific win) পর আর্জেন্তিনাকে (Argentina) অভিনন্দন (congratulate) জানিয়ে তিনি টুইট করেছিলেন, অবশেষে দিয়োগো (Diego) আজ হাসছেন।

মহান এই ফুটবলারের শেষকৃত্য ভিলা বেলমিরোর সান্টোস এফসির স্টেডিয়ামে সম্পন্ন হয়ে বলে জানা গেছে। ওইদিন সেখানে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাবেন বলে আশঙ্কা করা হয়েছে প্রশাসনের তরফে।

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)