Seven Runs Off One Ball: বাংলাদেশের বিরুদ্ধে এক বলে কিউইরা করল সাত রান! কীভাবে হল, দেখুন ভিডিও
ক্রিকেট সত্যিই মজার খেলা। এক বলে ওভার বাউন্ডারি মারলে হয় ৬ রান, যদি মনে করেন সেটাই সর্বোচ্চ রান তাহলে ভুল হবে। ক্রিকেটে কখনও কখনও এমনও পরিস্থিতি আসে যখন এক বলে ছয় রানের থেকেও বেশি চলে আসে।
ক্রিকেট সত্যিই মজার খেলা। এক বলে ওভার বাউন্ডারি মারলে হয় ৬ রান, যদি মনে করেন সেটাই সর্বোচ্চ রান তাহলে ভুল হবে। ক্রিকেটে কখনও কখনও এমনও পরিস্থিতি আসে যখন এক বলে ছয় রানের থেকেও বেশি চলে আসে। যেমনটা আজ হল, নিউ জিল্যান্ড-বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে।
বাংলাদেশের পেসার ইবাদত হোসেন বলটা কিউই ওপেনার উইল ইয়ংয়ের ব্যাটের কানায় লেগে স্লিপে যায়, ফিল্ডার লিটন দাস সেই ক্যাচটা মিস করার পর বাংলাদেশী ফিল্ডাররা একের পর এক মিস ফিল্ড করতে থাকেন। আর তাতেই আসে এক বলে সাত রান। আরও পড়ুন: সিডনি টেস্টে দু ইনিংসে সেঞ্চুরি করে নজির খোয়াজার, ইংল্যান্ডের চাই ৩৮৮
দেখুন ভিডিও