Asian Para Games: পুরুষদের এফ-৪৬ শটপুটে সোনা জিতে নতুন রেকর্ড গড়লেন শচীন খিলারি

এছাড়া এই একই ইভেন্টে ১৬.০৩ মিটার শটপুটে ব্রোঞ্জ জিতেছেন তিনি

Sachin Khilari wins Gold (Photo Credit: The Khel India/ X)

এশিয়ান প্যারা গেমস ২০২৩-এ পুরুষদের এফ-৪৬ শটপুটে (F46 Shot Put) ঐতিহাসিক সোনা জিতলেন ভারতের শচীন খিলারি (Sachin Khilari)। এছাড়া এই একই ইভেন্টে ১৬.০৩ মিটার শটপুটে ব্রোঞ্জ জিতেছেন তিনি। শুধু তাই নয়, ২০১৮ সালে চিনের ওয়েই এনলং (Wei Enlong)-এর ১৫.৬৭ মিটারের গেমস রেকর্ডও ভেঙেছেন ৩৪ বছর বয়সী এই অ্যাথলিট। উল্লেখ্য, শচীনের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন এই চিনা অ্যাথলিট। ব্যক্তিগত সেরা ১৪.৫৬ মিটারের রেকর্ড গড়ে দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট রোহিত কুমার (Rohit Kumar) তৃতীয় স্থান অধিকার করেন। মহারাষ্ট্রের শচীন খিলারি এই মরসুম বেশ সাফল্য পেয়েছেন। কয়েক মাস আগে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি শটপুটে সোনা জিতেছিলেন এবং এখনও পর্যন্ত পাঁচবার জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া মহম্মদ ইয়াসার (Mohammaed Yassar) ১৩.৮৪ মিটারে শেষ করেন। Asian Para Games 2023: ২০০ মিটারের পর ১০০ মিটার দৌড়ে আবারও ব্রোঞ্জ পদক জিতলেন নারায়ণ ঠাকুর (দেখুন টুইট)