Asia Cup 2023: এশিয়ান গেমসের মহিলা ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ (দেখুন পোস্ট)

বাংলাদেশ মহিলা ক্রিকেটের ইতিহাসে বড়দিন। একইসঙ্গে কাটল এশিয়ান গেমসে পদকের খরা। পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

Bangladesh Beat Pakistan in Asian Games Photo Credit: Twitter@ICC

এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল পাকিস্তানের  পুরুষ দলকে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল পাক মহিলা ক্রিকেট দলেরও।  এশিয়ান গেমসের সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছেই হারতে হয় তাঁদের । সুযোগ ছিল তৃতীয় স্থান অর্জনের ম্যাচে ব্রোঞ্জ পদক অর্জন করার। কিন্তু সেখানেও কপাল পুড়ল তাঁদের। মহিলাদের ক্রিকেটে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ।শেষবার ২০১৪ সালে পদক জিতছিল বাংলাদেশ। ৯ বছর পর নিগার সুলতানার দলের হাত ধরে এশিয়ান গেমসে পদক জিতল বাংলাদেশ।

ম্যাচে টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শোর্মা আকতার, সঞ্জিদা আকতার মেঘা, মারুফা আকতারদের অনবদ্য বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানে ব্যাটিং লাইন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান করে পাকিস্তান। সর্বোচ্চ ১৭ রান করে আলিয়া রিয়াজ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন শোর্মা আকতার।

৬৫ রানের টার্গেট তাড়া করতে নেমে যথেষ্ট বেগ পেতে হয় বাংলাদেশ মহিলা দলকে। ওপেনিং জুটিতে ২৭ রানের পার্টনারশিপ হলেও নিয়মিত ব্যবধানে ৫টি উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু লক্ষ্য কম হওয়ায় জয় পেতে অসুবিধা হয়নি। সর্বোচ্চ ১৪ রান করেন শোর্মা আকতার। ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় বাংলাদেশ।

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)