Viral Video: কাস্টমার সেজে গয়না চুরি করছে মহিলা, ঘটনাস্থলের ভিডিয়ো
গত ১৭ নভেম্বর বলদেব প্লাজার বেচুলাল সরাফ প্রাইভেট লিমিটেড জুয়েলারি শপে গ্রাহক সেজে এসে একটি নেকলেস চুরি করে নিয়ে যায় এক মহিলা। ঘটনাটি কেউই বুঝতে পারেননি।
গোরখপুর: কাস্টমার (Customar) সেজে গয়নার দোকানে (Jewellery Shop) গিয়ে নেকলেস (necklace) চুরি (Steals) করছিল এক মহিলা (woman)। ওই সময়ে ওঠা দোকানের সিসিটিভি ফুটেজের (CCTV footage) ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (Viral Video) হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (UttarPradesh) গোরখপুরের (Gorakhpur) বলদেব প্লাজার (Baldev Plaza) একটি দোকানে।
সূত্রের খবর, গত ১৭ নভেম্বর বলদেব প্লাজার বেচুলাল সরাফ প্রাইভেট লিমিটেড জুয়েলারি শপে গ্রাহক সেজে এসে একটি নেকলেস চুরি করে নিয়ে যায় এক মহিলা। ঘটনাটি কেউই বুঝতে পারেননি। পরে দোকানের মালিক দেখেন একটি নেকলেস খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর সিসিটিভি ফুটেজ চেক করতেই ধরা পড়ে আসল ঘটনাটি।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)