Maggots In Sanitary Napkin Video: স্যানিটারি ন্যাপকিনসের নতুন প্যাকেট খুলতেই থরে থরে পোকা, প্যাডের ভিতরে ম্যাগটের বাস, ভাইরাল ভিডিয়ো

Sanitary Napkin Contamination (Photo Credit: X/Screengrab)

স্যানিটারি ন্যাপকিনসের (Sanitary Napkin) ভিতর থেকে যা বেরল, তা দেখে অবাক হয়ে যাবেন যে কোনও মানুষ। স্যানিটারি ন্যাপকিনসের (Sanitary Pad) ভিতরে রয়েছে পোকা বা ম্যাগট। ন্যাপকিনসের বাইরে থেকে দেখলে কোনওভাবে কেউ বুঝতে পারবেন না, কী রয়েছে ভিতরে। তবে স্যানিটারি প্যাড ধরে মাঝ বরাবর তা খুলে ফেললে, সেখানে জ্ব্যান্ত ম্যাগট (Maggots) চোখে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়। যে ভিডিয়োতে ওই মহিলাকে বলতে শোনা যায়, তিনি প্রথমে বুঝতেই পারেননি যে স্যানিটারি প্যাডের ভিতরে পোকা বাসা বেধেছে। তবে কিছু একটা রয়েছে, তা আন্দাজ করতেই তিনি প্যাকেট খুলে ফেলেন। তারপর যা তাঁর চোখে পড়ে, তাতে তিনি অবাক হয়ে যান।

মহিলাদের নিজস্ব প্রোডাক্টের ভিতরে যদি এমন কিছু পাওয়া যায়, তা কতটা বিপজ্জনক হতে পারে, তা ভেবেই শিউরে উঠছেন বহু মানুষ।

দেখুন স্যানিটারি ন্যাপকিনসের ভিতর থেকে কী বেরোল...

 

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement