বকেয়া টাকার জন্য তুমুল মারামারি প্রধানের স্বামী ও সরকারি কর্মচারীর, দেখুন ভিডিয়ো
১০০ দিনের কাজের টাকা মেটেনি। এই নিয়ে বচসা হতে হতে তুমুল মারামারিতে জড়ালো গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও এমএনআরইজির অ্যাসিটেন্ট প্রজেক্ট অফিসার।
পিলভিট: ১০০ দিনের কাজের টাকা মেটেনি। এই নিয়ে বচসা হতে হতে তুমুল মারামারিতে জড়ালো গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী (village's head husband) ও এমএনআরইজিএ (MNREGA)-এর অ্যাসিটেন্ট প্রজেক্ট অফিসার (APO)। সেই মারামারির ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল (Viral) হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে (Pilibhit)।
২ মিনিট ৫০ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী ও এমএনআরইজিএ-এর দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী একে অপরের সঙ্গে তুমুল মারামারিতে জড়িয়ে পড়েছে। একে অপরের চুল ধরে মারধর করছে। পরে এই ঘটনার খবর পেয়ে পুলিশ এসে দুজনকে গ্রেফতার করে স্থানীয় থানায় নিয়ে যান।